একটা গোটা জীবন নিজের ছায়ার ভিতর ঘুরতে ঘুরতেই ফুড়িয়ে যাচ্ছে !  
তোমার দিকে যাওয়ার শৈল্পিক ভাষা খুঁজতে খুঁজতে
কতো টাটানো দুপুর নষ্ট হলো।


অথচ হাতের কাছেই ছিল গোপন রন্ধনশালা !  
ব্যক্তিগত উনুন থেকে বেড়িয়ে এসে আমার আগে পিছে ছুটছে যারা
অলৌকিক কাঠকয়লা-  
তাদের জন্য সাজিয়ে রাখো হাসির ফোয়ারা,  
জ্যামিতিক বিকেল, অপূর্ব রাগে জ্বলে ওঠা তিনমাত্রার সন্ধ্যা,
আর রাতের রজনীগন্ধা!


একটা গোটা জীবন এভাবেই পার হচ্ছে দুঃস্বপ্নের বিমর্ষ সকাল  
ভাঙা সাঁকো, ঘোলাজল হাবুডুবু !
তোমার কথা ভাবতে ভাবতে যেখানে যাওয়ার কথা
সেখানে চাঁদের আলো স্বাস্থ্যসম্মত
অথচ প্রেমিক যুগল মুঠোয় মুঠোয় স্তব্ধ অনল তুলে নিল !


একটা গোটা জীবন নিজের ছায়ার ভিতর ঘুরতে ঘুরতেই ফুড়িয়ে গেল !
একটা গোটা জীবন তোমার কাছে যেতে যেতেই ফুড়িয়ে গেল !