দেখ,তোমার নিঃশ্বাস কেমন ঘিরে ফেলেছে আমাকে  
এমন ঘোর অন্ধকারে
এভাবে না আসলেও পারতে একা একা;
কিছু আলো দিগন্ত উন্মোচন করুক
তারপর না হয়...
  
অন্তত কাশফুলের ঝুঁটি হাতে
একটি ধবধবে সাদা বিকেল    
অথবা একটি উজ্বল বসন্ত সঙ্গে নিয়ে আসতে পারতে
খুব ভালো হতো  
যদি দু’চোখে একটুও শ্রাবণ না থাকত
বৃষ্টিতে ভিজলেই তো আবার সেই জ্বর সর্দি কাশি
নানান রকম উপসর্গে শরীর-মন ঠাঁসাঠাসি


সেই গানটাও তো সঙ্গে আনতে পারতে
আর ভাঙা হারমোনিয়ামটা  
নিজেস্ব স্বরলিপিতে কিছুটা সময় গুন গুন করে...
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ভেঙে ভেঙে
ছন্দ ব্যাকরণ বহির্ভূত নিয়মে তীব্র আবেগে
তোমার দিকে যাওয়ার শৈল্পিক কায়দা
আজও রপ্ত করতে পারিনি  


আর এমন অসময়ে তুমি এলে একা একা !      

রংচটা আকাশে বিষণ্ণ মেঘের পর্বত
কী সুখে যে এমন ভেসে বেড়ায়?