এসো হে প্রমোদ বালা
খুলে বুকের অর্গল
পাপড়ি ধুয়ে নেমে যাই
আমি স্বচ্ছ জল,
গভীর থেকে গভীরে প্রবল...


বৃথা যেন না হয় এ সফর
এখনি মেলে ধরো পদ্ম কোরক
মধু লভিতে বসি যাদুর ভ্রমর
কবি হৃদয় বেদনা পোষে ভালোবেসে
জানে না ছলনার ছবক...


শরীরে মহুয়ার ঘ্রাণ,রক্তের ধাঁধাঁয়
চুম্বন লোভে যদি কাঁপে অধর
দিয়ো নাকো কলংকের দোহায়
কি আসে যায় সমাজের বাধায়
এটুকু জেন...


যখন উন্মুখ হৃদয়,
চোখে যদি অগ্নি বর্ষণ হয়
কঠিন শিলায় ফোটে ফুল,
মানবিক প্রণয় তুচ্ছ তো নয়...
বৃথা তখন রাজদন্ডের ভয়।।