তোমার বিলাসী মনের কাছে
নিহত গোলাপের কি বা মূল্য আছে
সে তো পাপড়ি মেলবে না
গন্ধ ছড়াবে না
প্রেমের আবেশে মন জড়াবে না..


অনেক দুঃখ পেয়েছি
ভালোবেসে যাতনা পুষেছি
তবু কি তিয়াসে বুকটা তাতে
বুঝাব তোমায় কেমন করে ?
পঙ্কিলেও পদ্ম ফোটে
তাতেও তো ভ্রমর আসে
নিতে মধু ভালবেসে ।


যখন উঠেছিল চৈতালি ঝড়
ধুলোয় ভরেছিল আমার ঘর
তুমি এসেছিলে, ভালবেসেছিলে
আজ ফাগুন হাওয়ায়
কেন দূরে গেলে ?


জানি, ছেঁড়া তারে বাজেনা হৃদয় বীণা
মিছে সুর সেধে আর কি হবে
তবু কি তিয়াসে বুকটা তাতে
বুঝাব তোমায় কেমন করে ?
শুধু জোছনার জলে
এ তিয়াস তো মিটে না...।