স্বর্গের সংরক্ষিত আসনের দিকে ছুটছে সবাই;
কেবল আমি বেকুবের মতো ঠাই দাঁড়িয়ে আছি!
আর বিস্ময়ে দেখছি, ঘাতকের উলঙ্গ ছায়া
কেমন করে নাচায় মধ্যরাতের শহর এখন?  
এক হাতে কাটা মুণ্ডু, অন্য হাতে লণ্ঠন জ্বেলে
সভ্যতার নাভিমূলে ক্রমাগত ঘুরপাক
                         খাচ্ছে নশ্বর জীবন।
কিন্তু আমি ঠিক জানি,
এই ঘোর অন্ধকারের বুকে ‘বহুস্বর স্তব্ধ পড়ে আছে’,
কঠিন শব্দাঘাতেই খুলে যাবে বন্ধ তালা;
আর তক্ষুণি ভিতর থেকে স্বয়ং ঈশ্বর
গায়ের জামা খুলে বেরিয়ে আসবেন
সাধারণ মানুষের কাতারে...
নগ্নপদে হেঁটে যাবেন বিস্তৃত ময়দানে
মনোযোগ দিয়ে রাজনৈতিক বক্তৃতা শুনবেন কিছুক্ষণ
তারপর উল্লাসে হাততালি দিতে দিতে  
হয়তো নিশ্চিন্তে ফিরে যাবেন আপন গৃহে!
নয়তো মানুষের এহেন দুঃখে, মিথ্যার উদগ্র আস্ফালনে
সত্যকে জড়িয়ে ধরে কিছুক্ষণ আশ্রুপাত করবেন
অতঃপর পাপ-পূণ্যের জটিল হিসেব কষে
ব্যাখ্যা করবেন পৃথিবী ধ্বংসের সমূহ কারণ ।