মহাকালের ঘাটে ঘাটে
এক জীবন গেলে রে বন্ধু
আরেক জীবন এসে ভীড়ে
ও জীবন একেবারে শেষ
তো হবার নয় রে ।।


কেউবা আসে পথ ভুলে
কেউবা যায় হারিয়ে
কেউবা খোঁজে নতুন পথ
নতুন জীবন বাঁধবে বলে
ও জীবন একেবারে শেষ
তো হবার নয় রে ।।


অজানারই মাঝে পাখি
মেলে যে তার ডানা
কে জানে কোথায় তার
প্রানের ঠিকানা ।।


এক জীবনের স্বপ্ন -আশা
আরেক জীবন করে পূরণ
আশার ভেলায় ভেসে জীবন
করে যে ভ্রমন ।
ও জীবন একেবারে শেষ
তো হবার নয় রে ।।

নানা বাঁকে মিলবে -মিলাবে
এই খেয়ালে জীবন নদী
যায় রে বয়ে ।।
ও জীবন একেবারে শেষ
তো হবার নয় রে ।।