যদি না দেখে  সুন্দর ও মুখ তার
দেখতাম ও চোখে
তবে এ ভুল তো আমার হত না
ও চোখ তো মিথ্যে বলতো না ।


তখন কেউ করেনি বারন আমায়
ভুলতে যে তার রূপের ছটায়
এখন কেন বলে সবায়
ভুলে ছিলাম তার ছলনায় ।
যদি না দেখে ও রূপ তার
দেখতাম ও চোখে
তবে এ ভুল তো আমার হত না


আমি নাকি কৃষ্ণ ছিলাম
সে ছিল রাধা
তার আমার মিলন মাঝে
ছিল না তো কোন বাঁধা
তবে এখন বাজে না  যখন
আমার প্রেমের বাঁশি
সবাই বলে পড়িয়েছে সে
গলেতে মরণ ফাঁসি ।


মনেতে প্রেম ছিল না তার
ছিল শুধু বিষের ঝাড়
সেই বিষেতে  জ্বলি বুঝি
এখন ও আমি ।
যদি বুঝতাম ও মন তার
তবে এ ভুল তো আমার হতো না ।