দুপুর জিরিয়ে নিচ্ছে ডানা—ক্লান্ত অবসন্ন
আলগোছে থাক ঠাণ্ডা শরীর, মৃত চোখ
খুলির ভিতর স্বপ্ন মায়া মাধুরী—
আরও কত কি দেখার বাকি !


কার ঘারে ক’টা মাথা ! কারা নামছে, কারা উঠছে
কারা ভাঙছে বুকের গারদ মহা উল্লাসে  
সন্ধ্যার সন্ত্রাসে সর্বস্ব হারিয়ে
নিঃশব্দে কোথায় ডুবছে চাঁদ—কোন অন্ধকারে ?


কার ঘরে গোপন দরজা
সৌজন্যতাবশত খুলছে তালা
শুধু সামাজিক বলেই মিলেমিশে থাকে,
টিকে থাকে কিছু অমীমাংসিত সম্পর্ক!


এক মরণ থেকে পালিয়ে ঝাঁপ দেয় আরেক মরণে,
এক ক্ষত থেকে আরেক ক্ষত— মানুষ এমন!
খোলসের ভিতর খোঁজে অন্তরঙ্গ জীবন—
রক্তমাংস মানুষ— মানুষ নয় মানুষের খোলস!!


চেতনার হাটে বিকিকিনি শেষে লুটপাট—সারপ্লাস
ফিরে আসে সন্তান নিঃস্ব; বাহুমূলে কাটা মাংস—
মাংসের লালে ভেসে যাচ্ছে শহীদের সৌধ
বাহ ! বেশ— হাততালি দেয় অন্ধ উন্মাদ !