হিমঘরে জমে আছে প্রত্যাশিত ঘুম—
পণ্যের উত্তেজনায় কাঁপছে রাত্রির বাতাস!  
যাবতীয় কোলাহল থেমে গেলে
নিঃশ্চুপ অন্ধকারে  
বুকের ভিতর জেগে থাকে ফাঁকা রাস্তা
আলোর পসরায় সাহসী যারা, একাই যায়—  
থৈ থৈ জল ভাঙতে ভাঙতে চলে আসে  
একে অপরের খুব কাছে  
কিছুই আর অবশিষ্ট নেই কেবল দুটি চোখ
ভেসে আছে নীলিমায় নিঃসঙ্গ নক্ষত্রের সাথে—
তুমি কি আপোষ করে ঘরেই ফিরে যাবে?