ইদানিং ইবসেন এমন কিছু অদ্ভুত শব্দ ও ভাষা রপ্ত করেছে
যা আমাদের জন্য বোঝা প্রায়ই অসম্ভব
তারপরও ইবসেন কারও বোধগম্যতার ধার ধারে না
অনর্গল কথা বলে আর চাঁদের নগ্নতাকে ভালবেসে
বনের মধ্যে ঘুরে বেড়ায়, অদ্ভুত সুরে গান গায়।
ইবসেন কোনদিন কবিতা লেখেনি, নদী ও নারী দেখেনি
কোনদিন কাউকে ভালও বাসেনি
কারণ কবিরা নাকি এখন খুব সহজেই বিক্রি হয়ে যায়
ইবসেন কোনদিন বিক্রি হতে চায়নি
আর ভালবাসা এমন এক জীবাণু যা খুব সহজেই
শিরা উপশিরা রক্তকণিকায় মিশে যায়, জীবনভোর ভোগায়    
ইবসেন খুব ভাল করেই জানে, যেখানে শিল্প নত হতে হতে
ঠাণ্ডা হয়ে যায় রক্ত, মাটিতে ঢুকে যায় শিল্পীর মাথা
সেখানে ছত্রাক বা আগাছা জন্মাতে পারে
কিন্তু মানুষ’র ফলন ভাল হয় না
তাই ইবসেন কোনদিন শিল্পের চাষ করেনি  
শুধু অনর্গল কথা বলে আর চাঁদের নগ্নতাকে ভালবেসে
বনের মধ্যে ঘুরে বেড়ায়, অদ্ভুত সুরে গান গায়।