রাক্ষসী গাঙের মুকুরে কুমারী চাঁদের
থ্যাঁতলানো মুখ দেখে
দেবতারা নেমে আসেন জলে!
ততক্ষণে তীব্র ক্ষরণ শেষে
নিসর্গের গলা চিঁড়ে
বেরিয়ে আসে মধ্যরাতের গোঙানি!
ইথারে ভাসে নিষিদ্ধ স্বর!
তবু আমরা প্রতীক্ষায় থাকি!
চুম্বনে আগ্রহ রাখি,বৃষ্টিতে ভিজি, গান ভালোবাসি
খালি পায়ে হাঁটি, অবসরে তারা গুনি..!  
ঘোরলাগা সকালে আঙুলের ফাঁকগলে
হীরণ্ময় স্বপ্ন ক্ষয়ে গেলে শিশুর মতো  
দীর্ঘসময় ধরে আমরা কান্নাকাটি করি না।
সভ্য মানুষেরা প্রকাশ্যে কাঁদতে লজ্জা পান!!  
অনেক মাতালকে দেখেছি,
মদের গ্লাসে নারীকে খুঁজে না পেয়ে
নারীর মধ্যে মদ খুঁজতে খুঁজতে
জিপার খোলার আগেই ঘুমিয়ে পড়ে।
নিত্য অভ্যাসে শ্বাসরোধী হাওয়ার চক্রে
ক্রমাগত ঘুরপাক খায় পুরাতন ক্ষত!    
চোখের পর্দায় জাল বোনে মাকড়শা!
মানুষের শরীরে ব্যাঙের রক্ত ঢুকিয়ে
অন্তত তিন মাস শীতনিদ্রায় যেতে
বাধ্য করা হলে মন্দ হত না!