##(সদ্য প্রয়াত শ্রদ্ধেয় কবি ‘বেলাল চৌধুরী’ কে )##

সময়ের পায়ে পায়ে জীবন ক্ষয়ে যায়
আলপথের মতো নিঃশব্দে
আমরা কেবল ভাসতে থাকি জলে,
উড়তে থাকি হাওয়ায়,
             পুড়তে থাকি আগুনে;
নিসর্গের পেট থেকে বেরিয়ে আসে
অপরিণত ভ্রূণ
চোখের বিদ্যুৎ চেটে নেয় সবুজ রক্ত!
অপ্সরাদের খাদ্য হতে আমাদের হৃদপিণ্ড
                      বড় বেশি ব্যস্ত!


খেটে খেটে হয়রান ভালোবাসা আমাদের গতরে
চুম্বনে নেমে আসে চাঁদ নদীর মুকুরে !
আমরা কেবল ছুটতে থাকি পাহাড়ে,
নামতে থাকি পাতালে,  
             পচতে থাকি ভাগাড়ে;
অশ্ব ছুটে বেরিয়ে আসে আদিপাপ আসমান ফুঁড়ে!  
নিষিদ্ধ ফল হাতে ইবলিশ দরজায় কড়া নাড়ে
জাহান্নাম দাঁত কেলিয়ে হাসে !
  
আমরা কেবল বসে বসে গ্রন্থকীটের মন্ত্র পড়ে
অন্ধকারকে আঁকড়ে ধরে কাঁটায় কাঁটায়
জীবন সাজাই নিজেদের মুদ্রা দোষে!!