১.
গান ভালো লাগে না আর—
কালির দম নেই, কাগজে মিশে গেছে সব অক্ষর
হাওয়ায় ভাসছে কাটা মাথা—
ভাবছি—দাঁড়িয়ে একটু আকাশ দেখি
পথ ভেঙে চলে যাচ্ছে শীতল ডানার পরিযায়ী পাখি
চাঁদ নয় আগুনের গোলা, পুড়ে যাওয়া রাতের ক্ষত সারাই  
হাত থেকে পড়ে গ্লাস ভেঙে গেলে বুঝি
জল নয়—আমার শুধু রক্ত চাই...!!  


২.
একদিন বালিশ ভর্তি স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পরেছিলাম—
আমাদের পায়ে পায়ে পথ
ধুলো হয়ে ছেয়ে ফেলেছিল জঙ্গল সবুজ
ঘোর কালো আকাশ—
তুমি এখনো শাড়ি সামলাতেই ব্যস্ত
উঠানে ছড়ানো ধান—
চড়ুইয়ের সুখ দেখে বুক জুড়িয়ে যায়  
একদিন সত্যিই আমরা বেঁচেছিলাম
এখন বাঁচা ও মরার তফাৎ খুঁজি !!  

৩.
যা কিছু তোমার বাকিটা সন্ত্রাস—
জল ছাপিয়ে ওঠে তরুণী স্তন, সারমেয় জিভ
লুণ্ঠন, চাটাচাটি—ঘার গুঁজে থাকি  
দুহাতে তিমির মেখে হেঁটে যাই
শুধু চেয়ে চেয়ে দেখি—গোপন চাঁদ,
তোমার সাজানো ঘরবাড়ি
আমরই দূষিত পৌরুষে পুড়ে ছাই
মানুষ নামে গা গুলিয়ে আসে— ছিঃ ছিঃ !!