জন্মে তোমার আপত্তি নেই, আমারও  
রক্ত কুসমে মাখামাখি এ এমন এক মুহূর্ত
যখন বধির পৃথিবীতে নত হয় নক্ষত্রের আগুনভরা আকাশ  
আর শিরদাঁড়া দিয়ে নেমে যায়
পরপর কয়েকটি অনভিপ্রেত চিৎকার
যেন বজ্রবাহী দণ্ড!


তবু নিঃশেষ হয়না প্রাণবায়ু
হৃদয় উদ্গত জলোচ্ছ্বাসে ভাসতে হবে আরও      
যতোদূর পৌঁছতে পেরেছে আমাদের প্রার্থনা ও প্রজ্ঞা


হরিৎ বৃক্ষ ছায়ার অন্ধকারে
মাতৃগর্ভ থেকে জন্মের ছদ্মবেশে মৃত্যু যদি আসে
তুমি কি পালিয়ে যাবে আমাকে ফেলে ?


তবে জন্মের তরে আমাদের সেইসব প্রতীজ্ঞা ?
শিকারি ঈগলের তীক্ষ্ণ আঁচড়ে ক্ষতবিক্ষত জঙ্ঘা    
সমুদ্র গর্জনে কেঁপে ওঠা শুদ্ধতম আলোর মিনারে    
জন্ম লোভে বার বার ফিরে আসা
রক্ত কুসমে মাখামাখি এ এমন এক মুহূর্ত
যখন অন্ধ নাবিক ফিরে পায় তার মায়াবী চক্ষু !