তোমার কাছে ফেলে এসেছি মুমূর্ষু সকাল
কুয়াশাচ্ছন্ন স্বপ্ন, শ্যাওলা পুকুর—নিস্তরঙ্গ জল    
সূর্যের মুখ দেখার ব্যগ্রতা নিয়ে জানলা খোল      
দৃষ্টিসীমায় আকাশ কোথায়?—রৌদ্র খোঁজ...  
বন্য মুখ ছায়ার ভিতর ডিগবাজি খায়—
কালপুরুষের চোখ ফুটছে কোথায় ?
হস্ত রেখায় ঝরে যায় মৃত্যুগন্ধী ফুল
পৃথক ডানা আগলে রাখে ভালোবাসা—অন্বেষণের ভুল
শিহরিত রক্তদানা—দুর্দন্ড প্রতাপ সিংহের নাদ  
মগজে বাসা বাঁধে গল্প— বানোয়াট!