গতরাতে ঘুম হয়নি একটুও
হয়তো আরও অনেকেই ছিল নিদ্রাহীন আমার মতো
এই শহরকেও ঘুমাতে দেয়না বহুরাত
মাতালের শিস,পাগলের প্রলাপ,
বর্বর শিশ্নের মিছিল,মাফিয়ার হুংকার,
ডাবল ডেকারের বিস্ফারিত চোখ
তবু কারও শরীরেই কান্নার কোন দাগ থাকে না
রীতিমত সকাল হলেই ভুলে যাই সব -গুড মর্নিং !  
অভ্যস্ত নাগরিক অভ্যর্থনা, কর্ম উন্মাদনা
জীবন ছুটছে নয়টা টু পাঁচটা... নয়টা টু পাঁচটা...
আর তেমন কিছুই তো চাই না
ভোগে সম্ভোগে দ্রুত আরও দ্রুত একটু এগিয়ে যাওয়া
তৃপ্তির ঢেঁকুর তুলে হিসেবের খাতা খোলা ।  
    
সংবাদ পত্রের লাল শিরোনাম!!
সবাই জানে,এসব হয়, রোজ হয়, রুটিন ওয়ার্ক    
কেউই আর তেমন ঘাবরায় না, আঁতকে ওঠে না  
বরং দেখে কলে পানি আছে কিনা    
নাস্তার টেবিলে খুন,ধর্ষণ,গুম,পরকীয়ার রসাল আলাপন  
গরম লুচি সবজি কিংবা রুটির সাথে উন্নয়নের মাখন      
গুজবের হাত পা গজায়, আকাশে চাঁদ ছাড়াও
অনেক কিছু দেখা যায় ,দেখতে দেখতে অভ্যস্ত সবাই
তবে কি সব অপচয় ? সুন্দরের সমস্ত প্রার্থনা  
এই লবন, জ্‌ল, বৃক্ষবন্দনা ,মেধা মনন সুস্থ শিল্প বোধ
শুধু আজীবন আঁকড়ে থাকা এই নিষ্ঠুর নিস্তব্ধতা !!