তোমার কোন কিছুই আমার নয়
তারপরও, তোমার দিকেই যেতে হয় আমাকে।
যখন সমগ্র মধ্যপ্রাচ্যে দাউদাউ করে আগুন জ্বলে
হোয়াইট হাউসের কর্মশালায় সিদ্ধান্ত হয়
এক বাটন টিপে কতোটা ক্ষেপণাস্ত্র
নিক্ষেপ করা যায় উত্তর কোরিয়ার বুকে
তখন শান্তির শ্বেত পায়রা হাতে
তোমার দিকেই যেতে হয় আমাকে।


আফ্রিকায় অনাহারে মানুষের বীভৎস মৃত্যু
বিশুদ্ধ পানীয় জলের অভাব
যখন মহামন্দায়  কাতর পৃথিবী
বৈশ্যিক উষ্ণতায় উদ্বিগ্ন পরিবেশ বিজ্ঞানীরা
তখন ভায়োলিন হাতে
তোমার দিকেই যেতে হয় আমাকে
বিশুদ্ধ শান্তির আশ্বাসে;
নতজানু হতে হয় তোমার কাছে ।


পৃথিবীব্যাপি কান্নার বৃষ্টি আমাকে ছোঁয় না
অথচ তোমার অশ্রু কড়াত আমাকে দ্বিখন্ডিত করে !
তোমার দিকে পা বাড়ালেই
ঋতু চক্র থেকে খসে পরে
শীত, গ্রীষ্ম, বর্ষা,শরত, হেমন্ত
যে দিকে তাকাই শুধু বসন্ত আর বসন্ত !
সমস্ত রাষ্ট্রীয় কর্মকান্ড বন্ধ রেখে
রাজপথ সজ্জিত হয় ফুলে ফুলে !


যখন ব্যক্তি স্বাধীনতার ব্যবচ্ছেদ হয়
বুদ্ধিজীবীর কলম জিম্মি হয় রাষ্ট্রীয় সন্ত্রাসের কাছে;  
নি-রাজনীতিকীকরন প্রক্রিয়ার ক্রীরণকে
পরিনত হয় মধ্যবিত্ত; চারপাশে
গুম, হত্যা ও লুটপাটের রাস উৎসব চলে
তখন গুচ্ছ গুচ্ছ গোলাপ হাতে
তোমার দিকেই যেতে হয় আমাকে
বিশুদ্ধ প্রেমের নির্যাসে ।


লাখ লাখ শরণার্থীর ভিড়ে
যুদ্ধ ক্ষত বুকে
কেবল লুব্ধক তোমার মুখ।।