কী গভীর শোক !
তীব্র রক্ত স্রোত, মৃত্যু মিছিল বুকে
সমগ্র সত্তা এক অঙ্গীকারে
এখনো আছে দাঁড়িয়ে রেসকোর্সের
সেই উত্থিত আঙ্গুলে।
চেতনার গভীরে শিখা অনির্বান
গায় সেই বিজয়ের গান
পথ হারায়নি এখনো প্রজন্মের কচি প্রাণ।


যে সবুজ ছিঁড়ে নিতে চেয়েছিল
আমাদের নাভিমূল থেকে
তারই অগ্নিস্ফুলিঙ্গে পুড়ে ভস্ম হয়েছে
সেই কালো হাত।


তবে আজ  কেন এই বিশ্বাসঘাতকতা
রক্তের সাথে হৃদয়ের?
কেন এই ব্যবচ্ছেদ সত্য- সুন্দরের?
কিসের কৃষ্ণ দেয়াল আচ্ছন্ন করেছে
স্বাধীনতার স্বপ্ন সূর্যকে?


যদি হয় আমারই স্বাধীন স্বদেশ ভূমি
তবে কেন মননে মগজে নরকের দাহ?
বেঁচে থাকার এই আত্মগ্লানি!
কোন উদাস বিষাদ হাওয়ায়
দূষিত কবির কলম?
প্রতিবাদের ভাষা মৃত কান্নার ধ্বনি!
কেপে কেঁপে ওঠে কেন তর্জনী,
কিসের ভয়ে?
কারা ছড়ায় বিষ ভাইরাস- চৈতন্যে মড়ক ?
কেন আজ দখল হয়ে যায় পাহাড়, নদী, বন
বোনের তৃপ্ত হাসি, প্রিয়ার চোখের পলক?


কেন আজ রুদ্ধদ্বারে বসে থাকতে হয়?
রাজনীতির উন্মাদ বিলাসী খেলায় যখন
রাজপথে স্লোগানে স্লোগানে আর কৃষ্ণচূড়া ফোটেনা;
ঘুনধরা মস্তিস্কে বন্য উল্লাসের আতশবাজি্তে
আকাশ ফাটে যখন
চোখে ঝলসে ওঠে গণতন্ত্রের ভাঙা চোয়াল
নীতিব্যবসার বৃহৎ বিজ্ঞাপন !
যখন এদেশ থেকে হয়নি এখনো খুনি,ধর্ষক
লুটেরাদের আজীবন নির্বাসন
তখন কেন আজ রুদ্ধদ্বারে বসে থাকতে হয় ??