১।
বিকৃত ইতিহাসের ভারে
এখন অন্ধকারে শব্দ ঘোরে
ছুঁড়ে মারে
তোমাকে আর আমাকে
আস্তাবলে ও ভাগাড়ে।


কঙ্কালে বাজে অলীক সময়
চোখে হয় নক্ষত্র ক্ষয়
জীবীত ও মৃত এক করে ফেলে
এ কেমন বিচারালয়।


২।
খেলাটা এবার বন্ধ কর।
দ্যাখো, কেমন গাঢ় বেদনায়
ফেটে পড়ে চাঁদ
রাত্রি দেখায় বুকের ক্ষত
তোমার কর্মে,তোমার ধর্মে
লজ্জায় ঘৃণায়
বৃক্ষ করে আছে মাথানত
খেলাটা এবার বন্ধ কর।