এখন আমার মাথা ভর্তি বাতাস
স্নায়ুর ভিতর দৌড়ে বেড়াচ্ছে একটি খাড়া দুপুর;
আমি এখন হাঁটতে গেলেই হোঁচট খাই;
আমি এখন তন্দ্রাচ্ছন্ন
অথচ আমার সমস্ত ঘুম নির্বাসিত!

আমাকে এখন তাড়িয়ে বেড়ায় বন্যক্ষুধা;
আমি তোমার দিকে ছুটে যাই-
তোমার দিকে যেতে যেতে  
পথ ভুল করে চলে যাই অন্যদিকে
-ছদ্মবেশী অন্ধকারে!


এখন তুমি কি বলবে আমাকে,
অমানুষ! অমানুষ!
তা বলতে পার নির্দ্বিধায়।
ক্ষুধার কাছে নত হতে হতে
কত মানুষই তো অমানুষ হয়ে গেল...


আর যারা চিরকাল মৃত্তিকা বন্দনা করেছে
জীবন ভালবেসে স্বপ্নের শস্য বুনেছে;
শস্য বুনেছে আর গান গেয়েছে
তারাও এখন বাঁশি বাজাতে ভুলে গেছে!
অথচ তাদের হাতে বাঁশি এখনো  আছে!!