খুঁটে খুঁটে নিই মাটি থেকে, রক্ত থেকে—
একবার ফোঁস করে বেজে ওঠো—কালনাগিনী
বুকে বসাও খঞ্জর!  
অহর্নিশ পড়ে আছি কিংকর্তব্যবিমূঢ়—
এই নদীজল, পুষ্পশয্যা, শস্যমাঠ—আমার নয়    
লক্ষ্মীন্দর ভেসে যায়—বেহুলা তো কাঁদে না!
শূন্য থালাবাটি, দেহপিঞ্জর ভবদুঃখে পূর্ণ
একবার মুখতুলে চাও অন্নপূর্ণা—
দুই হাত ভরে দাও— অনিঃশেষ প্রার্থনা
চক্রবূহ্য ভেদ—জেগে ওঠে অগ্নি বাসনা,
জাজিমে শান্তিঘুম—
বংশপরম্পরায় খুঁটে খুঁটে নিই মাটি থেকে, রক্ত থেকে—
কোথায় ফেলে এসেছিলে খোঁপার কাটা, বাজুবন্ধ  
পায়ের নুপূর—জলছাপ আলপনা, শ্যামল বাংলা
উৎসপ্রাণ— হরোপ্পা মহেঞ্জোদারোর কুটিরে কুটিরে,
গঙ্গোত্রী হিমবাহে—ছড়িয়ে ছিটিয়ে
খুঁটে খুঁটে নিই মাটি থেকে, রক্ত থেকে—