যদি এভাবেই আঘাতে আঘাতে
ক্রমাগত ক্ষয়ে যেতে থাকে শব্দের ধার।  
কবিতা তখন কি হবে তোমার?
উঁচু নীচু বন্ধুর পথে
কে দাঁড়াবে তীক্ষ্ণ তরবারি হাতে
শত মস্তকে যদি নেমে আসে অন্ধকার ।      


দ্যাখো, চারপাশে শয়তানের বিষ্ঠা
আগুনের মতো ফুটছে
প্রার্থনার বৃষ্টি শেষে,পা রাখবে কোথায়?
ঈশ্বরের সাঁকো দুলছে!


যদি এভাবেই বুকের ভিতর
জমতে থাকে শক্ত পাথর
ঝর্ণার জল কোন পথে গড়াবে ?
চিবুক বেয়ে আর কতোদূর নামা যায়?


বড়জোর নাভিমূলেই পড়ে থাকবে স্তব্ধ হয়ে!


যদি আজ মৌমাছি মধু নয় শুধু রক্ত খোঁজে!
বাতাসের স্রোতে মৃত্যু গন্ধ ভাসে !  
হৃদয়ের সমস্ত বেদনা মুছে যদি না হাসে ফুল
কবিতা,কি দিয়ে সাজাবে তোমার জন্মভিটে?