চোখে জল নেই, দুঃখ সাঁতরাবে কোথায় ?
বরং ভিড়ে হেঁটে যাই সাবলীল
দেখি জগত মশগুল!
আনন্দ ঘন মানুষের জঙ্গলে
কীভাবে দিন ভেঙে ভেঙে রাত্রি আসে  
রাত্রি ভেঙে ভেঙে ভোর—
ভোরের শরীর ভারী ক্লান্ত— কান্না,কলরোল
প্রেমিকার অধরে শীতের আবেগ—
রক্তকুসুম ঝরে,চিহ্ন থাকে,গন্ধ থাকে
বেঁচে থাকে লুপ্ত ভালবাসা ক্ষয়ে যাওয়া চুমুর রেখায়!  


বুকে জল নেই, শিরদাঁড়ায় ঠাণ্ডা হাওয়া —
জেগে ওঠে বিষাদ
ক্রীতদাস বলেই এই নত মস্তক, শূন্য করতল
মেনে নিই সহজেই
সকালবেলা সুস্বাস্থ্য কামনা করি সকলের—
ভালো থাকুক রৌদ্র আকাশ, সবুজ মাঠ,
জড়সড় দুপুর, নিবিড় গৃহ, পদ্মপুষ্প পুকুর—  
উঠোনে ছড়ানো থাক চাল,খুদ কুড়ো
পাখিরা আহার খুঁটু্ক—সুখের আহার!
চেয়ে চেয়ে দেখি, মানুষের জঙ্গলে
কী সুখে বেঁচে থাকে,স্বপ্ন দেখে, গান গায় নিঃসঙ্গ পাখি!!