রোজ রাতে তুমি নীলিমায় চোখ রেখে  
দরোজা খুলে অপেক্ষায় থাক
হয়তো কেউ একজন এসে
তোমার জীবন ছেনে
সব দুঃখ নিয়ে যাবে...
কিসের এতো দুঃখ তোমার?
তোমার দুঃখ বয় নদীর স্রোতে
তোমার দুঃখ রয় বৃক্ষপত্রে
পাখির কন্ঠে বাজে তোমার দুঃখসুর
ঝর্ণার প্রপাতে তোমার কান্না
পাথরের বুকে স্তব্ধ তোমার শোক!
আমি তো ভ্রষ্টাচারী নই! তবু কেন
অন্ধকার ফেরি করে বৈরী সময় ?
নাকি আলোতে বড় বেশি উজ্জ্বল হয়ে
ওঠে তোমার মুখ; সবার চোখ ধেধে যায়!
চিনতে পারে না ভালো তোমার দুঃখ-সুখ।