কিশোরী


রোজ মরে যেতে যেতে
তোমাকে ছুঁয়ে ফেলে নির্জন দুপুর  
বাহুমূলে নত রক্তিম ফল
হঠাৎ ধূলিঝর, আলো-আঁধারি গান
অচেনা বাতাসের দোল, মায়ার জাল      
নিজেকে খুঁজতে গিয়ে জেগে ওঠে মুমূর্ষুকাল ।      


কৃষ্ণচূড়ার শোক


কৃষ্ণচূড়ার শোক- থমকে আছে বোকা এপ্রিল !
তুমি কপালে হাত রাখলে
একটুও জ্বর নেই, নেই পুড়ে যাওয়ার ভয়
শুধু সংশয়
ভালোবাসতে বাসতেই না সব ক্ষয় হয় !  


হন্তারক


এই বসন্তে তোমার উৎসবে যারা মেতেছিল
সেই লালচোখ লোকগুলো  
কোনদিনই কারও প্রেমিক ছিল না  
তাদের উদ্দাম নাচের মুদ্রায় কেবল মৃত্যুর ছায়া  
তারা কেউ মানুষের সন্তান ছিল না !