চারপাশে টেকনোক্রেটিক মনের ফাঁদ
রক্ত মাংস ঝলসানো চেরনোবিল
বর্বরতা আর ধ্বংসের জিভ ছিঁড়বে বলে
এক ক্ষ্যাপাটে কবি উর্ধ্বে তুলেছে হাত।


নদীর স্রোতে ভাসে ফ্যাকাসে চাঁদের মুখ
তবু কল্লোলে দুলে দুলে ওঠে জ্যোৎস্নালোক
এক ক্ষ্যাপাটে কবি উষর মরূতে বসে
শান্তির বীজ বুনে হৃদয়ে খোঁজে সুখ।


সবুজ ঘাসে শান দেয় মগজে দিনরাত
গোপন প্রেমে খোলে অন্ধকারের ভাঁজ
ছুঁড়ে মারে সব মানবীয় মেকি সাজ
সদা জাগ্রত থাকুক মনন নক্ষত্র,গ্রহরাজ।


রুধির ধারায় জেগে উঠুক কবিতা
জীবনের বিশুদ্ধ বিশ্বাস।