১।
শিরদাঁড়ায় ঠান্ডা হাওয়া
নত মস্তকে মৃত্তিকার ঘ্রাণ টানি
তুমুল বেজে ওঠে জীবন
রক্তে নেচে ওঠে সনাতন প্রেম
মাথার উপর উদবাস্তু মেঘ
অগ্নি বারুদ খেলা
সময় অটামের(Autumn) পাতা
কবিতা জ্বলন্ত লৌহ শলাকা ।


২.
কেন তোমার আঙ্গুলে এতো আগুন?
একবার ছুঁলে
পুড়ে যাই বার বার !!
কেন একবার নয়ন চুমে
পাশ ফিরে শোও আবার??


৩.  
তোমার অভিজ্ঞতায় জীবন  
মুখস্থ নামতা
খুব সহজেই মিলিয়ে দিলে
জটিল হিসেব  
ঠোঁটে রেখে গরল পেয়ালা।