শিল্পের ভিতর যে যন্ত্রণা থাকে
জীবনকে ঘুড়িয়ে পেঁচিয়ে  
তুমিই তো দেখিয়ে দিলে।


এখন কবিতা লিখতে গেলে
অক্ষরের বদলে সাদা কাগজে
জ্বলে ওঠে তোমার বিষণ্ণ মুখ !


ফুলের মতো নিঃশব্দে
ঝরে যায় সময় করতলে
দুঃখ–সুখের,পাপপুণ্যের
এমন কি ভালোবাসারও
গন্ধ যাই ভুলে
রাত্রির শরীরে তোমার গন্ধ পেলে।


কাঁদতে গেলে অশ্রু নয়
চোখ থেকে রক্ত ঝরে
পাহাড়ের কান্নাকে তো
সবায় ঝর্ণাই বলে।


আমার কবিতা এখন
শিল্পের বেদনা প্রসব করে।।