কতো কাজ পড়ে আছে, ছুটে বেড়ানো ছাড়া কিছুই করা হচ্ছে না
আটকে আছি তৃতীয় বন্ধনীতেই—  
সকাল কুটিকুটি, দুপুর খানখান, বিকেল— গড়াগড়ি খাচ্ছে ধুলোয়
একদিন ভালো না বাসলে কি হয়?  
কানের কাছে কারা যে ভুভুজেলা বাজাচ্ছে, পৃথিবী ঝালাপালা
ভুল করে ঢুকে পড়েছি তোমার মানচিত্রে—বাঘের চোখের মতন
রোদ জ্বলছে, ছায়া ভেবে ঢুকে পড়ি ক্ষুধার্ত জঠরে—  
পিঠে হালকা চাপর—ঘুম পাড়িয়ে রাখো এই ‘সময়’টাকে  
চারপাশে ব্যাকরণ বহির্ভূত অনেক কিছুই ঘটে, ঘটছে, ঘটবে
চিলেকোঠায় উঠতে আর নামতে পায়ে ব্যথা, কোমর—
কটকট করে ওঠে
কেন যে ডাক্তার দু’বেলা নিয়ম করে সবুজ ঘাসে হাঁটতে বলে?
কতো দূর দেখতে চাও— কোলাহল পেরিয়ে নৈঃশব্দ—
আরো গভীরে নামতে গেলে জমে বরফ হয়ে যাবে ।