কোন আদলে দেখবো তোমায় এখন?
তোমাকে দেখতে গেলেই চোখে ঝলসে ওঠে
সেকেন্ড হোমের বিজ্ঞাপন!
প্রধানমন্ত্রীর উষ্ণ করমর্দন, লাল গালিচা,
বিদেশী পর্যটন,
রাষ্ট্রীয় সফরে আমলাদের ঘন ঘন বিদেশ গমন;
সুইসব্যাংকে একাউন্ট, কালোটাকা,
পাচার হওয়া নারী,লাইসেন্স বিহীন গাড়ি
ব্যবসায়ীদের বৃহৎসিণ্ডিকেট,
দ্রব্য মূল্যের উর্ধবগতি,মধ্যবিত্তের নাভিঃশ্বাস !


তোমাকে দেখতে গেলেই
রাজপথে নেমে আসে গণতন্ত্রের শব!
যে মুখ ঘৃনা করি, আর কোনদিন
দেখবো না বলে প্রতিজ্ঞা করেছি
ভেসে ওঠে তার নগ্ন অবয়ব!
ক্ষমতা দেখায় লকলকে জিভ
আলখেল্লা পরিহিত সংসদ ভবন
হাঁটে পিছু পিছু !

কোন আদলে দেখবো তোমায় এখন?
সেনাবাহিনীর সাঁজোয়া যান
শাহবাগের ফুলের দোকান
উন্নয়নের উড়াল সেতু
গৃহস্থ্যের ভাত ঘুম,পরিত্যক্ত বাড়ি
সজিনা ফুলের নিঃশব্দ পতন
কিংবা একলা দাঁড়িয়ে থাকা তালগাছ
পেটুয়া বুদ্ধিজীবীদের সভা সেমিনার
কবির নিষিদ্ধ কলম, আদালতের সমন
কোন আদলে দেখবো তোমায় এখন?


তুমি তো হতে চেয়েছিলে
সন্তান সম্ভবা রমণীর বিপুল সপ্ন সম্ভার
তোমার অঙ্গীকার ছিল
একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার;
সারি সারি চলমান পা
ভাসমান দীপ্তিময় সকাল
সম্ভ্রান্ত সবুজে নেচে ওঠা গোধুলি বিকেল;
যে মেয়েটি টাঙ্গাইল থেকে রওনা দিয়েছিল
ময়মনসিংহের উদ্দে্শ্যে তার নির্বিঘ্ন বাড়ি ফেরা;
বাবার কাঁধে চড়ে পৃথিবীর রাজা হয়ে ওঠা বালক।


অথচ তুমি হলে কিনা হোলি আর্টিসন!
বিচার বহির্ভুত হত্যাকাণ্ড, ক্রসফায়ার!
পরিবারের একমাত্র উপার্জনক্ষম মনুষটির
নিখোঁজ সংবাদ!
নদী সিকস্তি জননীর ভয়ার্ত মুখ,
যমুনার করাল গ্রাস!
সীমান্ত কাঁটাতারে ঝুলন্ত লাশ!
গণধর্ষণের শিকার কিশোরীর ক্ষতবিক্ষত শরীর।
আর কোন কোন আদলে দেখবো তোমায় এখন?