জীবনের নিম্নভূমিতে দাঁড়িয়ে
জলের প্রবাহ আটোকানোর এই যে প্রাণান্তকর চেষ্টা
পাগলামী ছাড়া একে তুমি কি বলবে?
অথচ তোমার কাছে আমার যাওয়ার কথা ছিল
তোমার দুঃখ জমাটবদ্ধ মেঘ তুমুল বৃষ্টি
আমার ভেজার কথা ছিল
তোমার সুখ বারান্দার টবে ফুটন্ত গোলাপ  
আমার গন্ধ হবার কথা ছিল
কিন্তু আমি এখনো চ্যাপটা হয়ে পড়ে আছি
অন্ধকার আঁতুড়ঘরে!
বাইরে কতো আলো, কতো শোরগোল
জ্যোৎস্নার উন্মাতাল ঢেউ!
এসব আমাকে মোটেও ভাবাচ্ছে না এখন
তুমি বিশ্বাস করো, কতোবার...
আমি কতোবার, তোমার কাছে যেতে চেয়েছি  
কেন জানি না, তোমার দিকে হাত বাড়ালেই
আমার দুটি হাত নিমেষেই উধাও হয়ে যেত!