মানুষ এখন  
দুঃখ ছুঁতে ভয় পায়।
অথচ দুঃখ চাদর মুড়ি দিয়ে বসে থাকে
তাদের শোবার ঘরের দরজায়;
পোষা বিড়ালের মতো চুপি চুপি
হাঁটে পিছু পিছু।
খুব ধীরে
বোধের গভীরে শিকড় গাড়ে।  


দুঃখ থেকে পালিয়ে কেউ কেউ  
চিয়ার্স! চিয়ার্স! বলে উল্লাস করে!
গ্লাসে ঢেলে
এক চুমুকে পান করে আস্ত রাত
সত্যি কি তারা ভুলতে পারে
প্রেম আর জখমের তফাৎ?


মানুষ এখন
খড়িমাটির দাগে চিহ্নিত করে
বুকের সীমান্ত;
তার বেশি এগুলেই
পথ ঘুরে যায় অন্য দিকে
চোখের ম্যাজিকে বদলে ফেলে
চেনা মানচিত্র।


মানুষ এখন
ওষ্ঠাগত ভালবাসার শব্দগুলো  
আজ থাক বলে...
আগামীকালের জন্য তুলে রাখে;
পাপড়ির রঙ দেখে বিচার করে  
ফুলের জাত,ধর্ম আর লিঙ্গভেদ।


সত্যি মানুষ বড় বিপন্ন এখন।