অসংখ্য ছায়ার ভারে ন্যুব্জ
আমার স্নায়ুচ্যূত চিন্তাগুলো
চারপাশে হেঁটে হেঁটে ক্রমশ বিবর্ণ,
ছোট হয়ে গেছে
তাই রক্তমাংসের মোহন স্বাদে ভুলে
ফুল খেকো বৃক্ষের সাথে আপস
করে ফেলি তোমার অগোচরে
আর সেইসব ঘৃণার্হ অরণ্যচারীদের সাথে
আমার নিত্য সংলাপ
হাস্যরসের ছলে বিলিয়ে দেই
তোমার জ্যোৎস্না শোভিত উদ্যানে;
নষ্ট করি জল,শস্য, হৃদপিণ্ড, দুগ্ধবতী গাভী!  
তবু জানি,সুন্দর ও শান্তির পক্ষে
কোন নিন্দা প্রস্তাব গৃহীত হবে না
তোমাদের সংসারে  
মানুষ আর ওইভাবে দাঁড়াতে পারে না
ঘার নিচু করে হাঁটু মুড়ে বসে থাকতে থাকতে
মানুষ দাঁড়ানোর ব্যাকরণ ভুলে গেছে !