আমাকে মাতাল কর প্রিয় গন্ধ। রাতের মোদক।
নিজেকে আরেকটু শাসন করা দরকার।
তার কথা মনে হলে কেন যে আয়নার সামনে দাঁড়িয়ে থাকি,  
চুল আঁচড়ায়। আচমকা টনক নড়ে—ভালোবাসি ?  
কেমন আছে সে? স্লিপিং পিলে ঘুম আসে নাকি
থুঁতনি রেখে আবেগের বালিশে সেও ভাবে—ভালোবাসি?  
লংকা নুনের স্বাদ নিতে নিতে ক্লান্ত জিভ
মুখের ভিতর আড়ষ্ট হয়ে আসে। কথা ফসকে যায়।
গল্পগুলো লুকিয়ে থাকে শরীরে শরীরে, আলো আঁধারে—
শঙ্কায় ভয়ে জড়সড়। তবুও যদি দেখি—
বারান্দার টবে যত্নে থাকে ফুল, ভালো লাগে।
যারা ভালবেসে আঁকড়ে থাকে লাতায়,পাতায়, রোদ বৃষ্টি ঝড় ঝঞ্ঝায়
স্বপ্নে দুঃস্বপ্নে বিরহ মন্থনে নিঃশব্দে তারা থেকে যায়,
চিরদিন থেকে যায় ।।