একটি ছেলে ভালবেসে ওর জীবনের তিরিশটি বসন্ত
চকচকে রোদ ঝলমল সকাল আর প্রজাপতির মতো ফুরফুরে বিকেলগুলো
বিনা শর্তে ছুঁড়ে দিয়েছিল একটি উড়ন্ত মেয়ের দিকে
মেয়েটির একচোখে ছিল দুঃখপাথর আরেক চোখে সুখের ঝর্ণাজল
ছেলেটি যখন ভেসে যেতে চেয়েছিল
মেয়েটি কিছু না বলে শুধু হেসেছিল
ছেলেটি জোনাকির মতো জ্বলছিল
মেয়েটি আলো দেখে ভয় পেয়েছিল
ওর আশ্চর্য চিবুক ছুঁয়ে ছেলেটি হঠাৎ পাথর হয়ে গেল
মেয়েটি তখনো হাসছিল গোলাপের মতো ফুটছিল  
কেউ জানে না ওর পাপড়িতে বৃষ্টি নাকি কান্না জমেছিল      
মেয়েটির নাভির জমাট অন্ধকারে এখন কয়েকটা পোকা ঘুরছে      
সেখানে এক অভিজ্ঞ দর্জি বসে বসে সেলাই করছে
দিনরাত গলাকাটা-ছেঁড়া ছেঁড়া হাত পা
নরক ফেরত মানুষ শাবক মেয়েটিকে আস্ত গিলছে
ছেলেটি তখনো পাথর হয়ে আছে