কিসের অলৌকিক হেষ্রায় প্রকম্পিত আমার ত্রিলোক
কাদের বিজ্ঞাপনে খুব সহজেই চালান হয়ে যায় আমার অস্তিত্ব
নিলামে ওঠে সংসার ধনরাজ্য!
তবে যে সেই মীনগন্ধী শরীর আমাকে বুঝিয়েছিল
জলজ জীবন প্রক্রিয়া
দীর্ঘদিনের সাঁতার শেষে কানকোয় ঝুলে থাকা তত্ত্বকথা
আলো ও অন্ধকারের রহস্যবীজ!
আর সেইসব বিষধর সর্পের হিস হিস
আমার শরীর থেকে যাদের অক্ষত জিভ
চেটে নিচ্ছিল অজস্র লবনদানা
আমি ভয়ে শতবর্ষী এক কাছিমের খোলসের ভিতর ঢুকে পরেছিলাম
আর ঘুম ভেঙে যখন বেরিয়ে এসেছি মুন্ডুহীন কংকাল
ভুলে গেছি রক্ত মাংস স্বাদুপানির স্বাদ ...।