ক্ষমতার নিজেস্ব একটা রঙ আছে।
তাইতো দেখি, যারা ক্ষমতার নাগপাশে থাকে
তারা সাদাকে সাদা, কালোকে কালো না বলে
অন্য নামে ডাকে!
প্রায় সময় ক্ষমতা মুখোশ পরে
অদ্ভুত দৈত্য দানবের বেশে আমাকে ধাওয়া করে!
কখনো কখনো প্রকাশ্যে জামার কলার ধরে
কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে,
'যা বলছি তাই কর'  নইলে----
হাতের আঙুল কেটে গাছে গাছে ঝুলিয়ে দেবো।
আমার এই অপমান দেখে,
অনেক স্বর্ণাক্ষর ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়
অনেক স্বপ্ন বদমায়েশি করে, অনেক মিথ্যা
আমাকে ঘিরে জংলি নৃত্য পরিবেশন করে।
এখন আমি একটি আলিঙ্গনাবদ্ধ চুম্বনের লোভে
বসে আছি চন্দ্রালোকে। আমার পিঠে
সত্যের ক্ষীণ আলো এসে পড়ছে আর আমি
সেই ক্ষীণ আলোকে ধ্রুবসত্য ভেবে
নির্দ্বিধায় যাপন করছি একটি মিথ্যা জীবন।