১।
নরকের দাউ দাউ আগুন মাড়িয়ে
ঘৃণার বিপরীত ভালোবাসা
কি করে উগরে দিই তোমার দুয়ারে?
দ্যাখো, আমার হাতের স্বচ্ছ মুকুরে
বিম্বিত অজস্র মৃত্যু;
বেষ্টন করে আছে চতুর্পাশ
আহত ব্যর্থ জীবন কত!
তবু  তুমি যেতে বল
যেতে বলো আমাকে
জীবনের অনেক উর্ধ্বে
তান্ত্রিক সময়ের ধ্যান ভাঙিয়ে
খুঁজে নিতে বলো মরণের অন্য মানে।।


২।
পায়ে পায়ে বিঁধে আছে পথ
বুকের ভিতর পাক খায়
অরণ্যের জল
চিবুকে ঝুলে আছে
কালের অভিশপ্ত ফল
আমার সাধনা হবে না বিফল
আমি যদি নীল হই বিষে
জেনো, তুমিও খানিক হবে পরিশেষে।।