অর্থহীন চুম্বনে ভরপুর মৌমাছিদের সাজানো শহর!
হাতে পায়ে শুধু রক্ত; মৃত হাড়ে খুঁজি মধু পুষ্পের ঘ্রাণ !    
আমাকে ছেড়ে গেছে সন্ধ্যা রাগ, রাত্রির গল্প,পাখি সঙ্গীত—
ঘুম ভেঙে যায় নরকের ঘণ্টা ধ্বনি শুনে  
মৃতদের জমে ওঠা সংসারে মানুষের মতো চিৎকার করতে গিয়ে
কুকুরের মতো ঘেউ ঘেউ করে উঠি
আমি কি আর অতশত বুঝি— পায়ের তলায় আক্রান্ত পিঁপড়ে; মায়া হয়—
জলে ভাসিয়ে দেই রক্ত বীজ; কোথাও তো শিকড় গাড়বে নিশ্চয়!
অস্থি মজ্জায় তোমার মসলা বাটার গন্ধ পাই—    
প্রসূতীসদনে যেতে যেতে বার বার আমি কবরস্থানে পৌঁছে যাই!