পাঁজরে ল্যাম্পপোস্ট-ক্ষয়িষ্ণু আলোয়
মৃত্যুর হলুদ ছায়া ফেলে তুমি ঘুরে বেড়াও
শহরময় ছদ্মবেশী ঘাতক;
সব ঘুম নিয়ে গেছো, নিয়ে গেছো সুখের মুদ্রিত মুখ  
চোখের কাজল, মাতৃস্নেহ, পিতাপুত্রের শোক!  
তোমাকে চিনতে পারে না ইট কাঠ পাথরের চোখ!
সবক’টা সিগন্যাল পেরিয়ে গেলেও  
তোমাকে আটকায় না ট্রাফিক পুলিশ এমন কি
উল্টো পথে গেলেও...
তুমি গিলে ফেল জোনাকি নৈশ প্রহরী, নির্জন রাস্তা
চোখ লাল মাতালের শিস, পার্কের ঘুমন্ত সবুজ  
তোমার পকেট ভর্তি এপার্টমেন্টের প্যাঁচানো সিঁড়ি
চেতনার শিরদাঁড়া দিয়ে খুব সহজেই নেমে যাও
মেতে ওঠো বিকৃত মানস-নর্দমার ফেনিল উৎসবে
তোমার চিৎকারে ফেটে যায় এই শহরের সবক’টি দ্বার
তোমার দানব চক্ষু, লোলুপ দৃষ্টি এড়াতে পারে না
যাবতীয় সুন্দর -শিশু,ফুল,পাখি,প্রজাপতি, নদী ও নারী!  
অভিজাত শপিংমলে বিপুল বিকিকিনির পরে
হোটেলের বন্ধ কামরায় খোলা চুল, উষ্ণ শরীর  
অবিসশ্বাসী নিঃশ্বাসে কেঁপে ওঠা জানলার পর্দায়
ভালবাসার ছদ্মনামে ঝিলমিল করে  
তোমারই নকল দাঁতের হাসি!
ছড়িয়ে পড়ে শহরময় মৃত্যুর হলুদ ছায়া
সজ্জিত ড্রয়িং রুমে টেলিভিশনের পর্দায়, দাম্পত্য স্বপ্নে  
আর বিক্রিত বুদ্ধিজীবীর ডাইনিং টেবিলে তুমুল তর্কের
সুখময় খাদ্যরূপে !!!