শিস দিতে দিতে রাস্তাগুলো সরে যাচ্ছে,
ঢলে পড়ছে সৌধ— নাচের উৎসব ভেঙে
রক্তে ফণা তুলছে ঈর্ষা—কুটিল সাপ  
আমারই কী সব দায়—প্রেমে কিংবা প্রতিহিংসায়

তবে কার নগ্ন ইশারাই কাঁপে জল থরথর?
ঝরে পড়ে অসুখের এমন আবেগ—
নীলাভ দুঃখ ছুঁয়ে ছুঁয়ে
জেগে থাকে বেদনাঘন রাত, অবসাদ!  


জানিনা, কী অভিলাষে জ্বালিয়ে রেখেছ
এই মুমূর্ষুকাল—
ভেসে আছি—নাভিমণ্ডলে গুচ্ছ গুচ্ছ অন্ধকার !  
পাহাড় বেয়ে নামছে দীর্ঘশ্বাস!
মোহমায়াচ্ছন্ন চোখে যা কিছু সুন্দর
সবই ভেসে যাচ্ছে হাওয়ার তোড়ে!


আজকাল আলো- বুকে বড় বেশি বাজে
দুটি ধস্ত হাতে যা কিছু ছুঁয়েছি এতকাল
দেখি সবই পাথর হয়ে আছে!    
অথচ তুমি রক্তমাংস—চেতনার শুভ্র বাগানে
হতে চেয়েছিলে গোলাপ—অগ্নি উত্তাপ!