মেরুদণ্ড সোজা করে দাঁড়ালেই
যদি পায়ের তলায় কাঁপে মাটি
আমি তবে দাস হই
তুমি তো হবেই নৃপতি।


যদি মগজে খেলে আদিশাস্ত্র
আত্মায় থাকে নষ্ট শূককীট
আমি তবে গোঁয়ার মূর্খ
তুমি তো হবেই পণ্ডিত।


যদি চোখে লাগে কুহক
ঝাপসা দেখায় আলো
এভাবেই যদি ছুটতে থাকে
সাদার আগে কালো


যতই উন্নয়ন হোক
কেউ থাকবো না ভালো।
যদি প্রেম দিয়ে না বাঁধি
হৃদয়ের ভীত


কী হবে এতো মন্দির মসজিদ।
এভাবেই যদি খুলতে থাকে
বিশ্বাসের ইট
অচিরেই জৈব খাদ্য হবো


ভোগ করবে নরকের কীট।।