নামবেই যদি নেমে যাওনা সুরুৎ করে
শিরায় শিরায় টানছ কেন এমন করে?
ভারহীন হই এমন মন্ত্রবলে...
মাথা থেকে বুক তারপর নাভিযন্ত্রে
চক্রাকারে নেমে যাও পদতলে;
নিঃশ্বাসে নিঃশ্বাসে বনস্পতি কাঁপে
লাভ ক্ষতির হিসাব চোখের আড়ালে থাকে
আজন্ম পাপী সরস্বতীর বিদ্যা ভুলে
হাত পা ছুঁড়ে উর্ধ্বাকাশে
একলা কাঁদি দুঃখ ভারে!
পড়ে আছি আস্তাবলে,আলোর ছদ্মবেশে
দু'চোখে অন্ধকার ঝাপটা মারে!
নামবেই যদি নেমে যাওনা সুরুৎ করে
শিরায় শিরায় টানছ কেন এমন করে?