তোমার নির্বিকল্প চোখে কোন ভাষা নেই আজ;
বুকের মলাটে জমেছে ধুলো,
ভাঙছে স্বপ্নের ধূসর আকাশ!
তবু কীসের আশায়
পেরিয়ে যাচ্ছ মাইল মাইল দুরত্ব
হে নিঃসঙ্গ বুনোহাঁস !
সঙ্গে নিয়ে স্মৃতির সবুজ সরোবর, পেরিয়ে যাচ্ছ-
ব্যস্তজনপদ, কলরোল,
জন্ম-মৃত্যু, দুঃখ-সুখের উত্তুঙ্গ পর্বত শিখর
আর এমন তীব্র সলিল প্রবাহ !


তোমার ডানায় এমন হিম, জমাট তুষার;
তবু তুমি উড়ছো- হে দুঃসাহসী !
তোমার কোমল পালক থেকে ঝরছে
অবিরাম অগ্নিবৃষ্টি
আর তীব্র ক্র্যাংকারে ফেটে যাচ্ছে
কালের কঠিন শিলা!


শ্বাপদের মতো লাফিয়ে উঠছে রাত্রি
পৃথিবীর পাঁজরে হাড়ে;
মিশে যাচ্ছে আলোর জোনাকি
নিকষ কালো অন্ধকারে !
আর তুমি নির্ভয়ে পেরিয়ে যাচ্ছ
অনিঃশেষ সঙ্কুলপথ
হাতে নিয়ে আলোর জংশন !


এই ভূমিতে কোথা থেকে পেলে
রক্ত-মাংসে এতো ওম!
কাদের ছায়ায় খুঁজেছ আবাস আজীবন?  
দেখ, কেমন নিভৃত বালুচর
কোন  ভরসায় ফুটে উঠবে এখানে
তোমার সত্ত্বার অমর অক্ষর!!