মাতাল অন্ধকার—
বক্ষবন্ধনী খুলে রাত্রি দেখায় তার প্রিয় গন্ধ।
শিখে নিয়েছি কিভাবে ঝুলে থাকতে হয়
ব্যাকরণসম্মত, চিহ্নহীন—
অতঃপর ভালোবাসা—আলোর তীব্র ফাঁদ
শুষে নেয় যাপনযোগ্য সমস্ত কিছু
ফুরিয়ে যাওয়ার আগে তাকে পান করি আগুনসহযোগে—
ভেতরে জ্বালিয়ে রাখি আরও একটা পৃথিবী, মোহগ্রস্ত
দিয়েছে অপেক্ষা, অলীক সুখ, আঁকড়ে থাকি  
দিবারাত্রি গান ভেঙে ভেঙে জীবন বাজাই, বাজি ধরি—
খেলা দেখাও যেমনটি তুমি চাও,
ভিড় জমুক হাঁটতে থাকা, ছুটতে থাকা,
ভাসতে থাকা মানুষ; ভেঙে পড়া মানুষের স্রোত—
আমাকে টেনে নিয়ে যায় তীব্র শীতে ভিজতে থাকা
তোমার নিঃসঙ্গ দরজা