একটি নগ্ন নিঃসঙ্গ ছায়া আমাকে তাড়িয়ে বেড়ায়
     বিশ্বাসের টুঁটি চেপে ধরে মর্মে আঘাত করে!  
      মানুষ হয়ে বেঁচে থাকার অধিকার থেকে  
        অবাঞ্ছিত ঘোষণা করে আমাকে!
         কতোটা মাথা নত করা যায়,
         সেই কুৎসিত ছায়ার কাছে !!

  পায়ের তলায় উষ্ণ রক্তস্রোত ! হৃদয় গোলাপ ঘাতক!  
   বেঁচে থাকার মূল মন্ত্র এখন হয় খাদ্য নয়তো খাদক!  
         পালাবো আর কোথায় ?
    ভুবনময় কাতর সবায় অনায্য ক্ষুধায় !
                
   কেবল চিৎকার করে বলতে ইচ্ছা করে ,
    এতো বেদনা বিষাদে বেঁচে থেকে কী হবে?
   তার চেয়ে ভালো ছুরি ঢুকিয়ে দাও বুকে,
    এফোঁড় ওফোঁড় করে দাও আমাকে !
     চারপাশে এতো মৃত্যু ক্রুর হাসি হাসে ।
আমি মুক্তি চাই, এই নগ্ন নিঃসঙ্গ ছায়ার থেকে।।