তোমার ডাক শুনে থেমে গেছি। মানুষের মতো দাঁড়িয়ে আছে মরা গাছ;
তার ছায়ায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কুকুর—
জ্যোৎস্নায় মগ্ন প্রেমিক—প্রেমিকার খোলা পিঠে আঁকছে নিজের মুখ!
গোলাপের শহরে ইঁদুরের উপদ্রব—গ্রাম থেকে উঠে গেছে ধানক্ষেত;
বাণিজ্যক বাগানে মশগুল সবাই; কানে বাজে ঝনঝন কাঁচা পয়সা—
গল্প নেই, গান নেই, অমাবস্যা পূর্ণিমায় নদীতে নেই জোয়ার ভাটা—
টাওয়ারে টাওয়ারে জমে আছে কেবল কথা আর কথা!
জানলা খুললেই গরম হাওয়া; ছাদ ঘিরে ফেলেছে আকাশ—
আগে পিছে হন্যে হয়ে খুঁজছে সবাই শুধু সুখ, স্বাচ্ছন্দ্য, অবকাশ!
চ্যানেলে চ্যানেলে সংবাদ; ক্ষমতার নগ্ন প্রতিভাস—
যানজটে থমকে আছে রাজপথ—শয্যাকক্ষে জমে ওঠে বাদ-প্রতিবাদ!
উন্নয়নের ধুলো ঝাড়তে ঝাড়তে ক্লান্ত ফুসফুস; তীব্র ঝাঁঝে
নুয়ে আসে শিরদাঁড়া—উল্টো পথে ছুটছে প্রবৃত্তির লাগাম ছাড়া ঘোড়া!