তুমি তো রাণী হেলেন নও !
তবুও কী অসীম ক্ষমতা তোমার
যদি প্রেমের চোখে তাকাও একবার
শত শত ট্রয় পুড়ে ছাই হবে
বুকের মাঝে অনায়াসে!
যুদ্ধবাজ সৈনিক অস্ত্র ফেলে নির্দ্বিধায়
চুম্বন করবে তোমার যুগল পদে!
ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় ফুল ফুটবে
তোমার স্তাবকতায়!


আর এই আমাকে দ্যাখো,ক্ষমতাহীন নূব্জ্য মানুষ!
পারিনি মহৎ প্রেমিক হতে
পারিনি তোমার অধরে বিশুদ্ধ প্রেম রেখে
সমুদ্র মন্থনে যেতে।
পারিনি তোমার হাতের রেখায় নিজের ভাগ্য মিলাতে
অজানা নক্ষত্রের আঘাতে ছিটকে পড়েছি
জীবনের বৃত্ত থেকে--...।।


পারিনি তোমার হৃদপিণ্ড থেকে
ফোঁটা ফোঁটা যন্ত্রনার বিষ তুলে নিতে
সমাজ সংসার অগ্রাহ্য করে
জ্যোৎস্না কাতর ভালোবাসার রাতে
পারিনি খেলতে জুই,চ্যামিলি,হাসনাহেনার সাথে।
দীর্ঘ শ্রম শেষে পারিনি হতে নিদাগ দুপুর
তোমার কোমল বুকে।
ক্ষমতাহীন নূব্জ্য মানুষ আমি!
পারিনি আনতে ছিনিয়ে তোমায়
প্রেমের শয্যায় রাজার মত হুঙ্কারেতে।।