স্বপ্নের ছিন্নডানায় সফল অস্ত্রপচার শেষে
বিপুল বিশ্বাসে নেমে এসেছি জলের কিনারায়।
জলের উপর চাঁদের ছায়া-
ছায়ার অন্ধকারে সিঁড়ি ভাংছে ঐরাবত
আর মৃদু হাওয়ায় দুলছে তোমার মুখ
                            শ্বেতপদ্ম
এখনো তোমাকে যাঞ্ছা করেই  
বেদনার ভূমিতে শস্য বুনছে নিশাচর প্রেমিক।
তুমি কি সত্যি ভুলে গেছ সেই সব পুরোহিত বচন,
                      আদি টোটেম, জন্ম উৎস  
ট্যাবু ভেঙে তবে এসো,
আরেকবার মেঘের গর্জনে ময়ূরীর নাচ দেখি
আর নিসর্গের আগুনে ঝলেসে নিই কাঁচামাংস,
                        মদরুটির ভালবাসা;
শরীর ছেনে নামাই যাবতীয় লবণজল
কান্নার পোশাক খুলে সাবধানে পেরিয়ে যাই
                ঐশ্বরিক জেব্রাক্রসিং...