তুমি শুধু গড়তে গড়তেই সামনে এগিয়ে গেলে
একবারও পিছন ফিরে দেখলে না
এই বিনাশি ক্ষুধার রাজ্যে
তোমার সমস্ত সৃষ্টিই কেবল ধ্বংস ধ্বংস খেলা!


এখন আর আপোষ কিসে?
যখন বাড়াভাতে মুঠো মুঠো ছাই।
বরং জীবন থেকে নদী সরে যাক
অক্ষরে অক্ষরে জলস্রোত পৃথিবী ভাসাক!


যখন ধ্বস নেমে আসে আপাদমস্তক !
ছিঁড়েখুঁড়ে নিজের ভিতর প্রতিষ্ঠা করি
তোমার মূর্তি- সাদা সত্য !
অনেক ক্ষয়ক্ষতির চিহ্নবুকে বৃক্ষের মতো
দাঁড়িয়ে থাকার সাহস প্রতিধ্বনিত হয়
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের
নিঃশ্বাসে নিঃশ্বাসে !!


এখন আর আপোষ কিসে?
যখন বাড়াভাতে মুঠো মুঠো ছাই।
বরং জীবন থেকে নদী সরে যাক
অক্ষরে অক্ষরে জলস্রোত পৃথিবী ভাসাক!